Thursday, January 21, 2016

ফুসমন্তর

 ফুচকা খিলাও।
- ওউক্কে।
- উসকে বাদ রোল।
- ডাবল চিকেন ডাবল এগ?
- জি হাঁ।
- ওউক্কে।
- আমারটা ঝাল-লেস।
- আমারটায় এক্সেস। ঠিক হ্যায়। তবে অর্ডারে ভুল।
- কীরকম?
- রোলের সাইজ কন্সট্যান্ট। ফুচকার সংখ্যা ভ্যারিয়বল। আগে রোল। তারপর পাকস্থলীর স্পেস মেপে ফুচকা।
- বঢিয়া। খিলাও।
- খিলায়েগা। আয়।
- আসব?
- আজ থাক।
এই "আজ থাক"ই ফুসমন্তর; মাখনে ছুরি, ঝোলের আলু, না-বিয়ের গেরস্থালী।

No comments:

"দ্য লোল্যান্ড" প্রসঙ্গে

যিনি "দ্য লোল্যান্ড" রেকমেন্ড করেছিলেন তিনি এককথায় এ উপন্যাস সম্বন্ধে বলেছিলেন; "বিষাদসিন্ধু"। বিষাদসিন্ধুতে...