Saturday, January 23, 2016

ডার্বি

- মোহনবাগান না ইস্টবেঙ্গল?
- হুঁ?
- কাল আপনি কোন দিকে?
- কার কোন দিকে?
- মোহনে না ইস্টে?
- ইস্ট তবু একটা ডাইরেকশন। মোহন কী?
- ওয়েস্ট। বাঙালি হয়ে ডার্বির কথায় এমন চমকে যাচ্ছেন? ছিঃ!
- ওহ। ফুটবল। কলকাতার ফুটবল।
- ইয়েস। বাঙালির পরিচয়, বাঙালির গর্ব। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আপনি আমায় অবাক করলেন মশাই।
- লজ্জা। এ লজ্জা আমার। 
- আলবাত লজ্জা। কলকাতার মানুষ হয়ে ময়দান ফুটবলের বেসিকসের খবর রাখেন না! এহ হে।
- কলকাতার ফুটবল।
- বাঙালির ফুটবল। যে খেলা স্বামীজি গীতার চেয়েও দরকারি বলে গেছিলেন। সেই ফুটবল।
- সেই ফুটবল তো,  কলকাতায় যার সেরা মাঠ থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয় আইপিএলের ওপেনিং সেরিমনির জলসার জন্য?

1 comment:

Anonymous said...

আঁতেল!