১
অর্জুন - যুদ্ধ করব না বস। টু মাচ।
কৃষ্ণ - সে কী!
অর্জুন - ডিসাইডেড বস্। অত ঝ্যামেলায় আমি নেই।
কৃষ্ণ - কাল অফিস নেই কিন্তু।
অর্জুন - ওহ! অফিস নেই। তাই তো! বাহ! চট করে মন ভালো হয়ে গেল। বেশ। ঠিক হ্যায়। যুদ্ধ, ঝুলঝাড়া, বাথরুম পরিষ্কার যা যা আছে সমস্তকিছু করে ফেলার এনার্জি পেয়ে গেলাম। তোমার তুলনা নেই কেষ্টদা।
কৃষ্ণ - থ্যাঙ্ক ইউ।
অর্জুন - তুমি বরং "কাল অফিস নেই"য়ের ভাব সম্প্রসারণ করে একটা বই লেখ দাদা।
কৃষ্ণ - সে'সব হবে। আগে তুমি গাণ্ডীব এর ফুলঝাড়ু হাতে নাও ভাই।
২
দ্রোণ - যুধিষ্ঠির!!! ভীম এ কী বলছে?
যুধিষ্ঠির - ভীম ঠিকই বলছে গুরুদেব।
দ্রোণ - নাহ!! এ অসম্ভব। আমি বিশ্বাস করি না।
যুধিষ্ঠির - কিন্তু এটাই সত্যি।
দ্রোণ - নাহ! হতে পারে না! বেশ, সত্যি যদি সেটাই হয়, তাহলে তুমি বলো পুরো কথাটা। নিজের কণ্ঠে। হে সত্যবাদী, তোমার গুরু তোমায় আদেশ করছে। বলো ধর্মরাজ, বলো। ধন্ধ নিরসন কর।
যুধিষ্ঠির - *চিৎকার করে* রোববার শেষ হয়ে গেছে। *ফিসফিস করে* অস্ট্রেলিয়ায়।
দ্রোণের মূর্ছা ও পতন।
অতঃপর ধৃষ্টদ্যুম্নর তরবারিতে দ্রোণের মুণ্ডছেদ।
অতঃপর ধৃষ্টদ্যুম্নর তরবারিতে দ্রোণের মুণ্ডছেদ।
Comments