Tuesday, February 16, 2016

হিমালয়

- মাঝে মাঝে মনে হয় সব ছেড়েছুড়ে চলে যাই।
- বৈরাগ্য?
- বিরক্তি। চাদ্দিকে ঘ্যাচোড়ম্যাচোড়। অমুকে খোঁটা দিচ্ছে। তমুকে ন্যাজে সুড়সুড়ি দিচ্ছে। কনস্ট্যান্ট। ফেড আপ। কিছু বললে বলে বাতেলা ঝাড়ছে, চুপ থাকলে বলছে ঢ্যামনা।
- অতএব?
- হিমালয়।
- হিমালয়? সব ছেড়েছুড়ে?
- হ্যাঁ। একবস্ত্রে।
- কবে বেরোচ্ছেন?
- ঠাট্টা করতেই পারো, করতেই পারো। নেহাত অনিল ডাক্তারের ওষুধ ছাড়া নিজের হার্টকে ভরসা করতে পারি না তাই। নয়তো কবেই...।
- একটা পন্থা বাতলাতে পারি।
- কীসের?
- ওই হিমালয় যাত্রার।
- সেটা কী?
- ওই মনে আছে? কার্তিক দুনিয়ারর চক্কর মেরে হদ্দ হল, আর গণেশ দুর্গাকে সেন্টারে রেখে হাফ মিটার রেডিয়াসে ঘুরলি খেয়েই কেল্লা ফতে করেছিল?
- তাতে কী?
- শর্টকাট।
- আছে?
- আলবাত। নয়তো বলছি কেন?
- হিমালয় যাওয়ার শর্টকাট?
- যুগোপযোগী শর্ট কাট।
- সেটা কী? বলবে তো!
- ট্যুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির হিমালয় যাত্রা; ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করা। করে ফেলুন।  মোবাইলের জবড়জং ছাড়া প্রতি রাতে বনফুল হাতে বালিশে যাবেন। কোথায় লাগে হিমালয়!

1 comment:

Anonymous said...

বড়ো জোরে মূলে আঘাত করল। অতীব চমৎকার।