Tuesday, February 2, 2016

ভদ্র ভালোয়

ভদ্রলোকের "এক্সকিউজ মি"।
ভালোমানুষের ঢেঁকুর মাখানো "পাঁঠাটা রিয়েলি কচি ছিল"।

ভদ্রলোকের সত্যজিৎ।
ভালোমানুষের "অপুর চোখ" না পাওয়ার দুঃখ।

ভদ্রলোকের প্রেমিক মেজাজে অমিত রায়।
ভালোমানুষের ঘাস ধুলো ঘেঁটে লাবণ্য আবিষ্কার।

ভদ্রলোকের কবিতায় মানে খুঁজে পাওয়া।
ভালোমানুষের কবিতা হয়ে ফ্যালফ্যালে চোখে বেঁচে নেওয়া।

ভদ্রলোকের "আমায় বিয়ে করবে?"।
ভালোমানুষের "না মানে, ইয়ে। মিহিদানা ভালো লাগে আপনার? 
কিউরিওসিটিটা বদার করছিল তখন থেকে"।

ভদ্রলোকের অঙ্কের খাতায় আঁকিবুঁকি।
ভালোমানুষের আঁকিবুঁকিতর খাতায় অঙ্ক।

No comments: