Thursday, February 11, 2016

গান ও স্মৃতি - ৩



টেনশন রখিয়ে দূর। পকেট মে রাখিয়ে এক মনোহর মনে পালক বুলানেওয়ালা বিকেল।

"আইসক্রিমওলা এদিকে" কা বিকেল।
"ডিউস ব্যাট এনেছিস?" মার্কা বিকেল।
"বুল্টি পাপাইয়ের চিঠির উত্তর দিয়েছে" কা হইহই বিকেল।
"মামাবাড়ির যাওয়ার ডাউন বর্ধমান লোকাল" কা খোশবুওলা বিকেল।



টেনশন যব যব উঁকি মারেঙ্গা,
বাসে, ট্রেনে, অফিসে, পার্কের বেঞ্চিমে; যিধর ভি।
ম্যাদামারা সুবহ, গোলমেলে দুপুর, সাসপিশাস সন্ধ্যা ইয়া খতরনাক রাত; যব ভি।

টেনশন যেই মুণ্ড দুলিয়ে দুলিয়ে আশেপাশে আয়েগা;
অমনি;
পকেট থেকে বিকেল কা লজেন্স নিকালকে
স্ট্রেট মুখে ফেলে
গানা গানে কা;

" হেঁইয়ো হো হো হেঁইয়ো
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকাশে আসে বাদল বড় ভারি
হেই ঢেউ-এর তালে তুফান মাতে মরণ মহামারী
হেঁইয়ো হো বল্‌ মা ভৈ যাবোই খর নদীর পারে"।

টেনশনের পাটালি গান-বিকেলের নরম গলে গলে ছড়িয়ে পড়েগা মনের রুটি জুড়ে।

শান্ত হয়ে আসে চারিপাশ। আলো দুলে দুলে জামার বোতাম পেরিয়ে আলপনা হয়ে চেপে বসে বুকে।

No comments: