Wednesday, February 24, 2016

বাওয়ালি জাতি



...রেখেছ বাওয়ালি মোডে,
মানুষ করনি।



- আর একটা পেগ। না বোলো না। ওয়ান ফর দ্য রোড ভাইটি। 

- আহ! আর কেন?
- জমবে না নয়তো। বিজ্ঞাপনে দেখনি? ইট ইজ ইওর লাইফ, মেক ইট লার্জ! 
- বটে?
- লার্জার দ্য পেগ, গ্রেটার দ্য নেশা; লার্জার ইজ ইওর লাইফ।
- নাহ! এ'সবে কেমিক্যালে আমার নেশা জমে না হে। আমার নেশা অন্য, আর সেখানে স্মল সাইজ লার্জ সাইজ চলে না।
- অন্য নেশা? স্মল লার্জ সাইজের বালাই নেই?
- টেবিল চাপড়ানো বাঙালি ভাই। আমার নেশা স্রেফ থিনঅ্যারারুট ভেজানো চায়ের কাপে। আর সেখানে স্মল সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা লার্জ সাইজ; সব একটাতেই। 
- সে'টা কী?
- ক্রিটিসাইজ

৩। 

- ভয়েড। ভয়েড।
- কী ভয়েড?
- এই ক'দিন। কম্পলিট ভয়েড।
- বৌদি বাপের বাড়ি?
- নাহ!
- তাহলে?
- নলেনের সিজন শেষ। হিমসাগরের সিজন ধারে কাছে নেই। ভয়েড। ভয়েড।

No comments: