- রেডিওর ভল্যুমটা একটু বাড়িয়ে দে।
- ঘুমোসনি দাদা?
- অতুলপ্রসাদ, পহুচা হুয়া চীজ। ঘুমের মধ্যে নক করলে। গোঁত্তা নয়, পশমি টোকা।
- স্বপ্ন?
- ভেবেছিলাম। কিন্তু রিয়ালাইজ করলাম তুই কানের কাছে রেডিও নিয়ে শুয়েছিস। ভল্যুম, প্লিজ।
- মিনুদি তোর চিঠি কুচিকুচি করে ছিঁড়ে ফেলেছে শুনলাম।
- বড়দের ব্যাপারে ইন্টারফেয়ার করা শুরু করেছিস। তোর রেডিও বাজেয়াপ্ত করলাম, আমি ইয়ারফোনে শুনব। তোর জন্য নো-ভল্যুম।
- যাহ্,এ কী! রেডিওটা আমার।
- অতুলপ্রসাদটি যে আমার ব্রাদার।
- হাউ?
- চিঠি কুচিকুচি যার, অতুলপ্রসাদ তার।
- এই নে। রেডিও।
Monday, January 2, 2017
অতুলপ্রসাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment