- রেডিওর ভল্যুমটা একটু বাড়িয়ে দে।
- ঘুমোসনি দাদা?
- অতুলপ্রসাদ, পহুচা হুয়া চীজ। ঘুমের মধ্যে নক করলে। গোঁত্তা নয়, পশমি টোকা।
- স্বপ্ন?
- ভেবেছিলাম। কিন্তু রিয়ালাইজ করলাম তুই কানের কাছে রেডিও নিয়ে শুয়েছিস। ভল্যুম, প্লিজ।
- মিনুদি তোর চিঠি কুচিকুচি করে ছিঁড়ে ফেলেছে শুনলাম।
- বড়দের ব্যাপারে ইন্টারফেয়ার করা শুরু করেছিস। তোর রেডিও বাজেয়াপ্ত করলাম, আমি ইয়ারফোনে শুনব। তোর জন্য নো-ভল্যুম।
- যাহ্,এ কী! রেডিওটা আমার।
- অতুলপ্রসাদটি যে আমার ব্রাদার।
- হাউ?
- চিঠি কুচিকুচি যার, অতুলপ্রসাদ তার।
- এই নে। রেডিও।
Monday, January 2, 2017
অতুলপ্রসাদ
Subscribe to:
Post Comments (Atom)
ওই মেজদাদা
- এই যে, চাঁদু৷ ইদিকে এসো দেখি মাল৷ - আমায় ডাকছেন? - ওরে আমার নেকুচাঁদ হুশিয়ার রে৷ রাস্তায় এখন আর আছেটা কে। আয় দেখি ইদিকে। - ...


-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
- দত্তবাবু, কলকাতা বইমেলার স্টল সংখ্যা তিনশো চোদ্দ দশমিক এক পাঁচে আপনাকে স্বাগত জানাই। - স্টল নাম্বার কত? - তিনশো চোদ্দ দশমিক এক পাঁ...
-
ছাতের এক কোণে দাঁড়িয়ে ছিলেন অমলেশ। পাজামা, স্যান্ডো গেঞ্জি আর ডান হাতে আঙুলের ফাঁকে গোল্ডফ্লেক। শেষ ট্রাম যাওয়ার ঝমঝমে আওয়াজের পর্যন্ত অপে...

No comments:
Post a Comment