Sunday, January 8, 2017

স্যুভেনির

কলকাতার মানুষ ঘুরতে ভালোবাসেন।

কলকাতার মানুষ পাহাড় ভালোবাসেন।

কলকাতার মানুষ পাহাড়ে ঘুরতে গিয়ে কিছু কেনাকাটা করতে ভালোবাসেন। স্যুভেনির, স্মৃতি।

পাহাড়ে শীতের পোশাক ভালো পাওয়া যায়। সস্তায় পাওয়া যায়।

কলকাতার মানুষ কিনে চলেন ; দার্জিলিঙের মাফলার, হিমাচলের লেদার জ্যাকেট, কাশ্মীরের শাল, দেরাদুনের গলাবন্ধ সোয়েটার, সিক্কিমের হাতে বোনা উলের মোজা- এট সেটেরা এট সেটেরা।

আলমারি, ডিভান, পুরনো ট্রাঙ্ক ভরে যায় উলে, পশমে, চামড়ায়। উপচে পড়ে।

কলকাতায় শীত পড়ে না। কলকাতাময় শুধু ধর্মতলা থেকে কেনা হাফসোয়েটার।

কলকাতায় শুধু আলমারি কেনার প্ল্যান হয়, দেওয়ালে আরও শেল্ফ। নয়তো এত শীতের পোশাক রাখবে কোথায় মানুষ?

No comments: