Thursday, July 16, 2015

অ্যারেঞ্জড

- অ্যারেঞ্জড ম্যারেজ! জানো রোহণ, আমি কিন্তু আগে কোনদিন ভাবিওনি যে আমার বিয়ে অ্যারেঞ্জড হবে।

- আফসোস হচ্ছে? বিয়ের এখনও হপ্তা দুই বাকি আছে। ভেবে দেখতে পার।

- মোটেও না। আমি ঠিক বুঝেছি যে আমার জন্য তুমিই পারফেক্ট।

- কী করে বুঝলে?

-ওই যে, যেদিন ছোটমামা তোমায় জিজ্ঞেস করলে তোমার জীবনের ইন্সপিরেশন কে আর তুমি বললে রবি ঠাকুর। সেদিন থেকেই। রবীন্দ্রনাথ যে আমারও ভারি আপন গো। আমার প্রতিটি শ্বাসে যে সে মানুষটি...।
-সেন্টিমেন্টাল হয়ে পড়লে দেখছি। দাড়িকাকার নামেই বাঙালি এমন সুড়সুড় করে ক্লিশে ঘাঁটতে আরম্ভ করে দেয়! আমি বলেছিলাম আমার জীবনে ইন্সপিরেশন বলতে রবি ঠাকুর, রবীন্দ্রনাথ বলিনি।
-রবি ঠাকুর বলেছ, রবীন্দ্রনাথ বলনি মানে?
-ঠাকুর মানে দেবতা সেন্সে ঠাকুর। ইন্সপিরেশন মানেই তো ডিভাইন ব্যাপার। আর রবি বলতে ঘোষ। আমার জীবনের ইন্সপিরেশন বল আর ঈশ্বর বল; সে ওই একজনই-রবি ঘোষ। আমার কলজের বেদীতে একমাত্র অধিষ্ঠিত ঠাকুর। বুঝলে? আমি ওর মত কুল ডিউড হইয়ে সো কাইন্ড অফ ইউ বলতে চাই। আমি ওর মত হিউমরের থুঁতনিতে আলতো চুমু খেতে চাই। ক্লিয়ার হল? কী হল...অমন ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছটা কী? বিয়েটা নিয়ে ডাউট হচ্ছে গো?..


1 comment:

Anonymous said...

Jaak babah! Rabi Ghosh....Gobinda noi....