Tuesday, July 21, 2015

ছোটমামার তিন

১। মামা ও সেকুলারিজ্‌ম।

-রিয়েল সেকুলার কে বল দেখি?
-তুমিই বল মামা।
-মন দিয়ে শোন। পারলে টুকে রাখ।
-বেশ।
-যে কাতলা মাছের ডিমের বড়া আর মামলেটকে সমান সমাদরে জিভে টেনে নেয়।
যে বেগুনী পেয়ে কুমড়ো ফুলের বড়া কে অবহেলা করে না।
আলু পোস্তে ও পেয়াঁজ পোস্তে যার সমান নোলা টসটস।
চানাচুর চিবুতে গিয়ে যে কচুভাজা ভুলে যায় না।
আদত সেকুলার সেই।

২। মামার মাঝরাতের এস-এম-এস

"এইমাত্র মেঘ ডাকলো। গর্জনের যা ভাইব্রেশন; মনে হল আকাশ পলকা টিনের ছাদের মত ভেঙে পড়তে পড়তে পড়ল না।
ধুম বৃষ্টি।
কিন্তু হে সিভিলাইজেশন অফ স্টিরিওটিপিকাল এলিমেন্টস; গান বাঁধতে শিখলে, প্লুটোর পাশে পায়চারী করতে শিখলে অথচ মাঝরাতে মশারির কম্ফর্ট ভেঙে বেরিয়ে এসে ফুলুরি ভাজতে শেখনি? ধুর!" 

৩। বাজে রাগ

- আচ্ছা মামা, তোমার রাগ সঙ্গীতে ইন্টারেস্ট আছে?
- অফ কোর্স।
- প্রিয় রাগ কোনটা?
- সকালে হেমন্ত রাগ, বিকেলে শ্যামল রাগ, রাত্রে মান্না রাগ।
- ধুর।
- আরও আছে।
- কিশোর রাগ?
- না। অফিস ফেরতা দেরীর তালে তোর মামীর "সাপের পাঁচ পা দেখেছ?" রাগ।
- ধুর ধুর।
- এতেই ধুর ধুর? সবচেয়ে প্রিয় রাগটার কথা তো বলিইনি এখনও।
- বলে ফেলো।
- বরযাত্রীর দলে থাকলে আমি পান প-রাগ প্রেফার করি।

No comments: