Wednesday, July 29, 2015

শেল্টার

১। 

কমল মিত্র কণ্ঠ - ডেলি প্যাসেঞ্জারি করবে অথচ কল ব্রে বা ট্যুয়েন্টি নাইন খেলবে না?

উত্তম কণ্ঠ - আমার তাস খেলতে ভালো লাগে না।

কমল মিত্র কন্ঠ - তাস খেলতে কেন ভালো লাগবে! আনসোশ্যাল উজবুকের মত এমপিথ্রি প্লেয়ারের ইয়ার ফোন কানে দিয়ে থাকাটাই তোমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।


উত্তম কন্ঠ - ইয়ারফোন আর এমপিথ্রি প্লেয়ার সম্বন্ধে আপনার এ ধারণা ভুল।

কমল মিত্র কণ্ঠ - চুপ কর উজবুক। তোমার লজ্জা করে না আমাদের তাসের আড্ডায় পার্টিসিপেট না করে রোজ রোজ আমাদের এরিয়ার উইন্ডো সীটের শেল্টার নিতে?

উত্তম কন্ঠ - তাহলে আপনি বলতে চাইছেন তাস না খেললে আপনার শেল্টারে থাকা যাবে না?

কমল মিত্র কণ্ঠ - বলতে চাইছি না; বলছি।


২।

-প্রেম একবারই এসেছিল নীরবে।

-ফুটপাথে শুয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ লাগে রে ভাই। গেয়ে যা।

-রবীন্দ্রসঙ্গীত গাইছি না হে। এই মাত্র দুঃস্বপ্ন দেখলাম একটা। হম আপকে হ্যায় কউন সিনেমার নায়ক চুপচাপ গাড়ি নিয়ে ফুটপাথে উঠে এসে আমাদের বুকের ওপর দিয়ে চলে গেল। তাই বোধ হয় বিড়বিড় করছিলাম।

-প্রেম ফুটপাথে নেমে এলে?

-ডাইরেক্ট। 

-ভেবে লাভ নেই ভাইটি। 

-তা তো বটেই। ইয়ে, আমরা কী ভাসছি?

-আরে তাই তো। ওই যে। নিচে দ্যাখ; ফুটপাথ ওই নিচে। আর ওই যে আমাদের বালিশ।

-ভাইটি! সাদা বালিশের ওয়াড় লাল লতপত কেন? উপুড় হয়ে কারা শুয়ে?

No comments: