Sunday, July 19, 2015

বিছানাউদ্দিন ও রোববার

"খিদমতগার, ইধর আও, তুরন্ত", হাঁকলেন নবাব বিছানাউদ্দিন।

বালিশ খাঁ তড়িঘড়ি এসে সেলাম ঠুকলে।

"সেনাপতি তৈরি তো?", জানতে চাইলেন নবাব।

"সেনাপতি পাশবালিশ শাহ আপনার আদেশের অপেক্ষায় জাঁহাপনা ", নতশিরে জানালে বালিশ খাঁ।

"বহুত খুব", হাসলেন বিছানাউদ্দিন, "বালিশ খাঁ, এবার তুমি পাশবালিশ শাহ কে বলে এসো যে নবাব সাহেব হুকুম করছেন রবিবার দুপুরের দিকে তাক করে ল্যাদ কামান দাগা শুরু করতে। অভি! তুরন্ত!"।

"যো হুকুম জঁহাপনা", কুর্ণিশ করলে বালিশ খাঁ, "আর কোনও হুকুম? "

খানিক ভেবে বললেন নবাব বিছানাউদ্দিন "গুমোট রয়ে গেছে সামান্য। অল্প স্নেহের আতর ছড়িয়ে দাও দেখি বাবা বালিশ খাঁ। আর আদরবাই কে বল সুরাপাত্র ভরে বাঁটুল দি গ্রেট পরিবেশন করতে। তুরন্ত। তুরন্ত!"।

No comments: