Saturday, July 25, 2015

শনিবারের ডেট্‌

- তুই ভাবতে পারছিস? কাল আমাদের বিয়ে?

- নাঃ!

- তুই এত আনরোম্যান্টিক কেন রে? সবসময় কাঠ কাঠ উত্তর।

- এমনিই।

- কাল আমাদের বিয়ে অর্ঘ্য। বিয়ে!!!!!!! এটা আমাদের শেষ শনিবারের ভিক্টোরিয়ার বেঞ্চিতে বসে বাদাম চেবানো ব্যাচেলর ডেট! তুই একটানা গুম মেরে থাকবি?
-হুম!
- তুই অসহ্য।
- জানি।
- প্লীজ কথা বল না রে। সময় চলে যাচ্ছে।
- বলছি তো।
- কই বলছিস? অমন গুম মেরে থাকিস না রে!
- তাই তো। গুম মেরে থাকাটা অনুচিত।
- কথা বল। প্লীজ বল। হাত ধর। যেমন রোজ চুমু খাওয়ার বায়না করিস আজও কর না। আমি যেমন রোজ মুখে বেঁকিয়ে না করি, তেমন আজও করব।
- পারব না আজ।
- তোর চোখে জল?
- কেন? তোর মত হাউ হাউ করে সিন ক্রিয়েট না করলে চলছে না?
- আজ কেঁদে সময় নষ্ট করতে চাইছি না রে। চুমু খাওয়ার বায়না কর না প্লীজ। আজ হয়তো রিফিউজ করব না?
- কাল বিয়ে বলে?
- হয়তো। তুই এমন গুমোট হয়ে বসে থাকিস না।
- আসলে কোইন্সিডেন্সটা বড় ডিস্টার্বিং রে। কাল আমাদের বিয়ে। কিন্তু বিয়ে হচ্ছে দু'পিস। চার সেট মালা। এক পিস এক্সট্রা বৌ, এক পিস এক্সট্রা বর। কোনও মানেই হয় না। জাস্ট কোনও মানে হয় না।

4 comments:

Anonymous said...

oops...

Anonymous said...

বোলেণ ভালো। ignoramus

Unknown said...

Sotti i onoboddo :)

Unknown said...

Sotti i onoboddo :)