Thursday, November 14, 2019

চ্যালানাথ ও আমতেল


- এই যে চ্যালানাথ।
- এই অসময়ে কল? গুরু?
- কোড রেড।
- রেড? বলো কী! এমএমকে? মেগামনখারাপ?
- টোটাল মেগা।
- তবে তো বড় চিন্তার ব্যাপার। এত রাত্রে যে সামান্য মুড়িমেখে চট করে পৌঁছে যাব তারও উপায় নেই।
- আহ চ্যালানাথ, তোমার সব কিছুতেই মুড়িমাখা।
- তুমিই তো বলেছ গুরু, ওল্ডমঙ্কের গ্র‍্যান্ডফাদার হল কোয়ালিটি মুড়িমাখা। আর পুরুষসিংহ যখন, মনখারাপ হলে নেশায় ডুব না দিলে যে সমস্ত সাহিত্য মিথ্যে হয়ে যাবে।
- কথাটা গবেটামিতে ভরা না সেক্সিস্ট তা ধরতে পারছি না চ্যালানাথ। তবে হলফ করে বলতে পারি মুড়িমাখায় মনখারাপ ম্যানেজ হওয়ার নয়।
- আমার ঠাকুমার স্পেশ্যাল আমতেল দিয়ে যদি মুড়ি মেখে খাওয়াতে পারতাম গুরু তা'হলে বুঝতে মুড়িমাখার কী অসীম ক্ষমতা। অহল্যাকে সেই মুড়ি শোঁকালেই সে পাথর থেকে জ্যান্ত হয়ে উঠত, রামের জন্য খামোখা অপেক্ষা করে হয়রান হতে হত না।
- তোমার ঠাকুমার আমতেল আমার কাছে আননোন কোয়্যান্টিটি নয়। তবে মনখারাপের তুলনায় অহল্যার সিচুয়েশন তো বেড অফ রোজেস ভাই চ্যালাময়।
- বলো কী গুরু। এমন ক্রাইসিস?
- বুকের যা অবস্থা হে; বোরোলিন-লেস ডিসেম্বরেও ঠোঁট এতটা ফাটেনা।
- গুরু, মায়ের কথা মনে পড়ছে?
- যে কোনো মনখারাপেই মায়ের কথা মনে পড়ে। মনখারাপের নেচারটাই তেমন। তবে সে'টা রুটকজ নয়।
- প্রেমট্রেম? গুরু?
- উচ্চমাধ্যমিকের পর আর প্রাণে প্রেম এলো কই ভাই চ্যালানাথ। সবই ট্রেম; পিওর ধান্দাবাজী।
- মনখারাপটা কোথায় গুরু? একটু ঝেড়ে না কাশলে যে কিছুই বুঝতে পারছি না।
- তোমার রিপোর্টটা আজ এসেছে। সন্ধে থেকে জানাব জানাব করেও..
- তুমিও গুরু, আমি ভাবলাম কী না কী..
- চ্যালানাথ।
- রিপোর্টটা আমি জেনেছি৷ ডাক্তারকাকা ফোন করেছিলেন।
- ডাক্তার? হারামজাদা শালা বিট্রে করলে!
- কী ভাষা গুরু!
- সরি। সরি। কিন্তু আমি ভেবেছিলাম..
- আমায় জানাবে না? গুরু, ডাক্তারকাকু বলেছেন মনের জোর থাকলে এই রিপোর্ট হেলায় উড়িয়ে দেওয়া যাবে।
- ঠিক যাবে! তাই না খোকা? ডাক্তার ব্রিলিয়ান্ট মানুষ, দেবসন্তান। ওর কথা মিথ্যে হতে পারেনা।
- কদ্দিন পর চ্যালানাথের বদলে খোকা বলে ডাকলে বাবা।
- তবে চ্যালানাথে বেশ একটা ইম্প্যাক্ট আছে।
- ইয়েস গুরুদেব।
- তা ফিরছিস কবে?
- ডাক্তারকাকু বলেছে ইমিডিয়েট ট্রীটমেন্ট শুরু করতেই হবে, অফিসে ছুটির ব্যবস্থা করে দিন তিনেকের মধ্যেই..
- ডাক্তারের হিংটিংছট যা চলছে চলুক কিন্তু মোক্ষম দাওয়াই আমার হাতে আছে।
- মোক্ষম দাওয়াই?
- মা না থাক, মায়ের আমতেলের সিক্রেট রেসিপি আমার কাছে আছে। তুই আয়, চমকে যাবি। সে সুবাসে পাথুরে অহল্যা পর্যন্ত হাউহাউ করে কেঁদে জ্যান্ত হয়ে উঠবে; তোর মেডিকেল রিপোর্ট তো নস্যি।
- জয় শ্রী আমতেলে মাখা মুড়ি।
- জয় শ্রী আমতেলে মাখা মুড়ি। 'বারে শুয়ে পড়ো চ্যালানাথ।
- জো হুকুম গুরুদেব।

No comments: