Wednesday, November 13, 2019

দু'টুকরো

১। 
Image may contain: sky, cloud and outdoor
পৃথিবীর সবচেয়ে জরুরী দু'টো টানঃ
বহুবার পড়া কোনো বই ফের তাক থেকে নামিয়ে দু'পাতা পড়ার ইচ্ছে।
আর

শত ব্যস্ততার মধ্যেও আচমকা ছাতে থেকে ঘুরে আসার হুজুগ।

২। 

Image may contain: food

একটা শুধু ডিমরুটির ফটোর অ্যালবাম তৈরি করার বড় ইচ্ছে। ফেসবুক বা গুগলফটোজের 'না ছুঁই পানি' গোছের ফটো অ্যালবাম নয়; রীতিমতো চামড়ায় বাঁধানো অ্যালবাম যা বইয়ের তাকে রাখা থাকবে।

ডিমপাউরুটির সঙ্গে যে কত পরিচিত জায়গা, মুহূর্ত আর মানুষ জড়িয়ে আছে;
সেই অ্যালবামের স্মৃতিসুবাস শিউলিকে হার মানাবে।

No comments: