Sunday, November 17, 2019

পোয়েট

- কী মেলাই না বসিয়েছিলে চার্নক সাহেব। তোফা..। তোফা..।

- টুমার পসন্দ হইয়াছিল? ব্রাদার?

- এসেছিলাম দায়ে পড়ে। দেখলাম পাড়া মন্দ নয়। 

- টুমার এই ভারান্ডাটিও মন্ড নহে।

- ভূত হওয়ার তো এ'টাই সুবিধে; পছন্দসই ছাত পেলেই তা পার্সোনাল বারান্দা। হাত পা ছড়িয়ে গান ধরলেই হল। তাই ডাকলাম তোমায় সাহেব।

- ট্রু পোয়েট টুমি ওয়াজিদ। আ ট্রু পোয়েট।

- বিরিয়ানির ওই আলু; পোয়েট্রি ছাড়া পেতে কি?

No comments:

হাবুডুবু

- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবা...