Thursday, November 14, 2019

গানের দুই

গানের ১। 

একটা সাতপুরনো বহুবার শোনা গান। যেটা কানের মধ্যে এর আগে বহুবার ঘোরাঘুরি করলেও মনের দিকে এগোতে পারেনি, বুকে দাগ কাটেনি।
কথা নেই বার্তা নেই, তেমনই একটা বহুবার শুনে পাত্তা না দেওয়া গান নতুন ভাবে সামনে এসে দাঁড়ায়। এমন দাবী নিয়ে সে গান আসে যে তার জন্য তখন জানালার সীট ছেড়ে 'আপনি বসুন না, আমি সামনেই নেমে যাব' মার্কা সারেন্ডার* না করে উপায় থাকেনা।
রাতবিরতে দুম করে সে পুরনো গানটাকে কাছে টেনে নিয়ে ভালোবেসে ফেলতে পারাটা বোধ হয় একটা সুপারপাওয়ার। সে'টুকু আছে বলেই বোধ হয় মানুষ প্রেমে পড়ে, সঞ্জীব পড়ে ভেসে যায়, কাউকে পড়ানো যাবে না এমন চিঠি লেখে।

গানের ২। 

দ্য গ্রাস ইজ গ্রীনার অন দ্য আদার সাইড।
অলসো,
এই রাতবিরেতে,
পাশের বাড়ির রেডিও থেকে ভেসে আসা গানের সুর ইস স্যুইটার দ্যান দ্য সাউন্ড অফ দ্য ফাইনেস্ট মিউজিক সিস্টেমস কেপ্ট অ্যাট হোম।

No comments: