Friday, December 25, 2015

সবার জন্য কেক্‌

"হে যীশু, দেশের মানুষের নেংটি জুটছে না। বড়দিনের কেক পাবে কোথায় তারা?", কাতর কণ্ঠে জানতে চাইলেন বৃদ্ধ।

পরমপিতারর চোখ ছলছলিয়ে উঠল। তিনি বললেন;
"দেশের দশের এত দুঃখ গো? দেব সে নতুন দিগন্ত। সকলের জন্য রেখে যাব অমরত্বের স্বাদ। সবার জন্য বড়দিনের কেকের কামড় রইবে। এমনকি, আমার এ আশীর্বাদী কেকে বছরের আর পাঁচটা দিনেও রাম-শ্যাম-যদু-মধু সবার জন্যে রইবে কেকের আশ্বাস।"


বৃদ্ধের মুখ আশ্বাসে উজ্জ্বল হয়ে উঠল। যীশুর সামনে নতজানু হয়ে হাত পাতলেন; দেশের হয়ে, অভাগা দশের হয়ে।
রঙিন ভালোবাসার কাগজে মোড়া এক খণ্ড অমৃতসমান কেক বৃদ্ধের হাতে তুলে দিলেন যীশু।

যীশুর আশীর্বাদে ধন্য হলে বৃদ্ধ।

যীশু বলে দিলেন;
" দশের জন্য তোমার প্রাণে এত ব্যথা। এ কেকের নাম হোক তোমারই নামে, কেমন?"।


বৃদ্ধ হেসে কইলেন, "নামে কেন? নাম আজ আছে কাল গায়েব। ভালোবাসার ডাকটুকু বরং এ কেকের সঙ্গে লেগে থাক"।
যীশু বাপুজীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন।

4 comments:

Nilanjan said...

মারাত্মক!!! জাস্ট ভাবা যায় না 😁😊

Anonymous said...

Durdhorsho concept

Anonymous said...

Durdhorsho vabna

Anonymous said...

Durdhorsho vabna