Sunday, December 20, 2015

ওয়ার্ন ও সৌরভ

২০০৮ -

- মামা, শুনেছো? ওয়ার্ন নাকি সৌরভকে খিস্তি করেছে?
- ওয়ার্ন?
- হ্যাঁ।
- সৌরভকে খিস্তি করেছে?
- এই দ্যাখো। কাগজে লিখেছে।
- একটা ক্যারেক্টারলেস বেটিংবাজ রাস্কেলের কথায় সৌরভের বিচার করতে  হবে নাকি রে? যা যা। লুডো খেল গিয়ে।

২০১৫-

- আইব্বাস! শুনেছ মামা?
- কী হল?
- ওয়ার্ন নিজের পছন্দের ইন্ডিয়ান টেস্ট টিমে সৌরভকে ক্যাপ্টেন করেছে! অবিশ্যি, ওয়ার্নের কথায় কী আর এসে যায় বলো!
- ওয়ার্নের কথায় কী এসে যায়? সাতশো আটটা টেস্ট উইকেট কি তোর বাবা নিয়েছে রে? ক্যারমে বেস ছাড়া গুটি ফেলতে পারিস না, ক্রিকেট নিয়ে কথা বলতে আসিস কোন সাহসে?

1 comment:

Atanu Deb (শ্রী শাম্ব) alias Shree Shambo said...

আনন্দ আর নিয়েলসন-এর সমীক্ষা অনুযায়ী অন্তত ৫০,১৫১ জন বাঙালি'র মধ্যে এই কথোপকথন হয়েছে। আমিও আছি। আর আমি ক্যারমে বেস ছাড়া গুটি ফেলতে পারি না।