Monday, December 14, 2015

বিরহে

-ঘুমোলি?
- হুঁ?
- ঘুমোলি?
- দাদা, আবার কী হল?
- বলছি ঘুমোলি?
- আহ! দাদা!
- জানিস প্রেমিক প্রেমিকাদের বিরহে কত রাত জাগতে হয়? দীপান্বিতা দেড় মাসের জন্য জয়পুর চলে গেল। আর তুই ঘুমোলি?
- তুই জেগে কেন? 
- ওই। প্রেম। বিরহ।
- বৌদি গোছের কেউ?
- রাম ডেঁপো হয়েছিস। প্রেম মানেই কি আতিপাতি ব্যাপার?
- তবে বিরহ?
- পাশবালিশটা নেতিয়ে গেসল। নতুন করে তুলো ভরতে দিয়েছি। কাল পাব। দাস দিস বিরহ।
- অসহ্য।
- প্রেমে ইম্পেশেন্স চলে না ভাই।
- ঘুমোতে দিবি?
- দীপান্বিতা জয়পুরে মাইণ্ড ইউ।
- সেটা আমি বুঝে নেব।
- বিরহকে রেস্পেক্ট করবি না?
- তোর আমার পাশবালিশটা চাই। তাই না দাদা?
- তোর মধ্যে সেন্স অফ বিরহটা অ্যাডিকুয়েট নেই। তবে তোর আইকিউটা ফেলনা নয়। এদিকে দে।
- এই নে।এবার প্লীজ ঘুমোতে দে।
- ঘুমো ঘুমো। প্রেমে ঘুমের দরকার। নয়ত চেহারায় গ্লেজ কমে যায়। দীপান্বিতা জয়পুর থেকে ফিরে তোর গালে গ্লেজ না দেখলে মুশকিল। ঘুমো দেখি এবার।

No comments: