Tuesday, December 29, 2015

মাঠ ও ঘুড়ি

মেয়েটা বড় ভালো। মাঠের মত।
মাঠের উত্তর কোণে সাদা একটা ছোট্ট বাড়ি, লাল টালির।
মাঠের দক্ষিণে কৃষ্ণচুড়া গাছ। 
মেয়েটা সেই মাঠের মত ভালো।

ছেলেটা বড় বোকা। ঘুড়ির মত।
অল্প হাওয়ায় ছটফট, সুতোয় নাচানাচি। হুজুগে নীল।
ঘুড়ির লাটাই মাঠে গড়াগড়ি।
ছেলেটা সেই ঘুড়ির মত বোকা।

ঘুড়ির ফিক হাসি। মাঠের সবুজ গন্ধ। ঘুড়ির বেমক্কা ঘুরঘুর, মাঠের ঝমঝমে লাল শাড়ি। মাঠের "তোর মন খারাপ বাবু?" আর ঘুড়ির "তুই বড্ড ডেঁপো"।
ভালো আর বোকা মিলে এগরোল খেয়ে হদ্দ হয় আর ফুচকায় ভেসে যায়। তাদের মাসকাবারি নেই, তাদের বিছানার এ পাশ ও পাশ নেই, তাদের একসাথে বাড়ি ফেরা নেই। এর বুকে ওর ম্যাদা মেরে শুয়ে পড়া নেই।
মাঠের চোখ ঝাপসা। ঘুড়ির ছটফট। মাঠ আর ঘুড়ি বিকেলের সাথে ফুরিয়ে যায়।

No comments: