Sunday, December 6, 2015

ডিসেম্বরের ইনসমনিয়া
১। 

সো, হোয়াট আর দ্য অড্‌স।

রাত একটা বাজতে পাঁচ।

ফ্যান চার বা পাঁচ স্পীডে চালালে ঠাণ্ডা লাগছে। তিন, দুই বা একে চালালে টের পাওয়া যাচ্ছে না।


জানালা বন্ধ করে রাখলে গুমোট, জানালা খুললে হাওয়াটাওয়া আসছে না। আবার খোলা জানালা আর তিন, দুই, এক স্পীডের ফ্যান মিলিয়ে দিলেও ছ্যাঁতছ্যাঁতে ভাব জেনারেট হচ্ছে। ওদিকে খোলা জানালা আর আলতো ফ্যানের কম্বিনেশনের সঙ্গে পাতলা চাদর গায়ে টেনে নিলে আধো গরমের অসোয়াস্তি।

খোলা জানালা আর বন্ধ ফ্যানের কম্বিনেশনে একমাত্র সুদিং ফ্যাক্টর হচ্ছে সঞ্জীবের মামারা। অনলি সোলেস ইন দিস সমুদ্র সফেন অফ ডিসকনটেন্ট।
অল ইজ ওয়েল।


২।

- হ্যাঁ রে, তোর লেখায় এত রাত কেন? এত ছাদ কেন?
- তোর কী?
- বল না! এত ছাদ কেন? এত রাত কেন?
- রাতের টেম্পারেচারটা নরম, অন্ধকারটা কমফর্টেবল। ছাদের আবডালটা সেফ, হাওয়াটা সুদিং।
- সো?
- আইডিয়াল ফর ভূতের গল্প।
- এত ভূতের গল্প কেন?
- আই ক্যান নেভার হ্যাভ এনাফ অফ ইউ।

No comments: