Tuesday, December 29, 2015

ব্যালকনির ও মোড়া

ব্যালকনি।

ব্যালকনির মোড়া।

ব্যালকনির মোড়ার ওপর লাল শাড়ি বড় টিপ।

ব্যালকনির মোড়ার ওপর লাল শাড়ি বড় টিপ আর মোড়ার নিচে ল্যাদকুমার।

ব্যালকনির মোড়ার ওপর লাল শাড়ি বড় টিপ আর মোড়ার নিচে ল্যাদকুমার আর এক বাটি চানাচুর মোড়া বেয়ে উঠছে আর নামছে।

তবে লাল-টিপ চানাচুরের বাটি ল্যাদকুমারকে রিলে করতে পারে না। ল্যাদকুমার ড্যাবা-টিপের প্রতি চানাচুর বাটি ফিরিয়ে দিতে পারে না।

পপকর্ন-বিলাসী ঈশ্বর দু'টো ব্যালকনি বানিয়েছেন।

No comments: