Monday, December 21, 2015

সৌরভ

- সেই গন্ধটা। আবার।
- কেমন গন্ধ রে?
- ওই। নরম। ঝিমঝিমে। 
- কীসের?
- তোর।
- পারফিউমের।
- না না, সেটা পেরিয়ে। তোর চামড়া মাংস আর পন্ডস মেশানো।
- ফের ছ্যাবলামি?
- সিরিয়াসলি।
- সে গন্ধ তুই পাস?
- পাই।
- আমি পাশে এলে?
- সেদিন। যেদিন বিন্নদির গায়ে হলুদ। তুই শাড়ি পরেছিলিস।
- হুঁ।
- হলুদ।
- তো?
- গায়ে হলুদের শেষে। তুই স্কুল মাঠের পাশে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলিস। লং অন বাউণ্ডারির দিকে।
- তুই দেখেছিলিস?
- অপাইদা রাউন্ড দি উইকেট করছিল। মিডল অ্যান্ড লেগ গার্ডে ছিলাম। নালুভুলু লোপ্পা ফুলটস দিয়েছিল অপাইদা; বোধ হয় হাত ফসকে। জাস্ট হাঁটুর হাইটে। সোজা লাইন মিস করলাম। সোজা লেগ স্টাম্প গেল।
- ঢ্যাঁড়শের মত ব্যাট চালালে তাই হবে।
- ঠিক তা নয়।
- তাহলে বোল্ড হলি কেন?
- ওই। ধপ করে গন্ধটা নাকে এসে পড়ল। লং অন থেকে। তুই আর পন্ডস মেশানো।

1 comment:

Parama Ghosh said...

eta boro bhalo. tor onek priyo lekhar modhye ekta.

ধপাস

সাঁইসাঁই। সাঁইসাঁই। সাঁইসাঁই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। বহুক্ষণ পর আমার পড়া একটা প্রবল 'ধপ...