Monday, October 26, 2015

দ্য কেস অফ সিঁদুর খেলা

- তোর গালে সিঁদুরের দাগ কেন?- আমি নিজে লাগয়েছি। দেখতে। সিঁদুর খেললে আমায় ঠিক 
কেমন লাগবে। বিয়ের পর খুব খেলব।

- বেশ লাগছে তোকে।

- ন্যাকামি করিস না। রুমাল দে। মুছতে হবে।

- আমার সাদা রুমাল।

- মর গিয়ে যা সাদা রুমাল নিয়ে। যা ভাগ।

- আরে দিচ্ছি। কিচি....।

- কী?

- একটু পরে মুছিস গাল...।

- ওভাবে দেখছিস কেন রে? দেখতে নেই। তুই না ভালো ছেলে?

- কিচি...।

- এই, তোর চোখ ছলছল করছে কেন দীপু? আমার গালে সিঁদুরের দাগ দেখে এত নরম হয়ে গেলি? রোম্যান্টিক দীপুকুমার?

- ঠিক তা নয়।

- তবে?

- ওই। তোর গালে সিঁদুরের দাগ দেখে...।

- দেখে কী? 

-... হালকা গোলাপি কাগজের রিপোর্ট কার্ডে ফিজিক্স নম্বরের নিচের মোটা লাল কালির দাগটা মনে পড়ে গেল। তাই কেমন আনচান কর উঠল ভেতরটা।

- যা ভাগ। যা ভাগ। যা ভাগ। শয়তানের ডিম কোথাকার। ভাগ।

1 comment:

Shiri Basu Roy said...

প্রত্যাশিত এন্টিক্লাইম্যাকটিক মোচড়, তবে তাতে হাসি পাওয়া আটকালো না একটুও। ='D