Monday, October 26, 2015

নিশির ডাক

ফ্রীজে আধখাওয়া হাঁসের রোস্ট রয়েছে ভেবেই মন আনচান করছিল বিপিনবাবুর। তবে ঘড়িতে রাত বারোটা দেখে নিজেকে নিরস্ত করলেন। ষাটের পর এত লোভ মানায় না। একরকম জোর করেই নোলাকে ভুলিয়েভালিয়ে চাদরমুড়ি দিয়ে ঘুম লাগালেন তিনি।

রাত তখন দু'টো। 

ধড়ফড়িয়ে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন বিপিনবাবু। এয়ারকন্ডিশন্ড ঘরেও তখন তিনি দরদর করে ঘামছেন। আচমকা এমন ভয়ানক ভাবে ঘুম ভাঙার কারণও স্পষ্ট বুঝতে পারলেন তিনি ; নিশির ডাক।


স্বপ্নচালিত রোবটের মত ফ্রীজের দিকে এগোলেন বিপিনবাবু।

No comments: