Saturday, October 10, 2015

বনলতা সেন

- বনলতা।

- আপনি ফের এসেছেন?  

- এমন কাঁচা মিঠে শান্তি আর কোথায় পাই বলুন?

- কিন্তু মশাই এ সম্পর্ক টেকার নয়। আপনি যত ভালো পাত্রই হোন, বা বাঙলাটা যতই ভালো শিখে থাকুন।

- কী মুশকিল। আমি কি আপনাকে বিয়েথা করতে বলছি নাকি?

- অদ্দুর থেকে নাটোর এসেছেন শুধু খানিক শান্তি পেতে?

- হেঃ! আপনি জানেন তো সমস্তটাই। আর আপনার বাড়ি আসতে ঝক্কি কি কম? রাতের এ সময় অটো রিক্সা কিছুই মেলে না। স্টেশন থেকে নেমে ঝাড়া হাজার বছরের হাঁটাপথ।  

- হাজার বছর?

- ওহোঃ, আপনাদের গ্রহ পৃথিবীর হিসেবে অবিশ্যি ঘণ্টা দুয়েক। তবে আমাদের সফেনে আবার আপনাদের এই দু'ঘণ্টাই হাজার বছর। কী সাংঘাতিক মহাজাগতিক ধাঁধাঁ বলুন দেখি? আমাদের বায়োলজিকাল বয়স এক অথচ সফেনের হিসেবে আমার বয়স দেড় কোটি আর পৃথিবীতে আপনি সবে সাতাশ।  ভাবাই যায় না।

- বাবার জেগে ওঠার সময় হল বলে। দু'দণ্ড বই তো নেই।

- তাতেই আমি একশো বছরের ভালোবাসা খুঁজে নেব বনলতা। বইটা কই?

- এই যে। শোনাই তাহলে?

- শোনাও।

- নতুন?

- সে তো শুনবই নতুন। তবে বোম্বাগড়ের রাজাটা আরেকবার শুনি প্রথমে। তারপরে অন্য কিছু।

No comments: