Monday, October 26, 2015

বেস্ট

- সোনা।

- সো..? না।

- অ্যাই...ব্যালকনিতে কী বিউটিফুল হাওয়া। চল না গিয়ে একটু গল্প করি। রোম্যান্টিক্যালি। চল না।

- রাত একটায় বেস্ট কী বলো তো স্যুইটি?

- আমি?

- তুমি রোম্যান্টিক? ইয়েস। ডিজায়রেবল? ইয়েস? ইরেসিস্টিবল? ওয়েল, অলমোস্ট।

- ইউ নো হোয়াট আই ফাইন্ড ভেরি সেক্সি? তোমার এই রাতের বেলার দুঃসাহস। এনিওয়ে, তা বেস্ট কী? রাত একটায়?

- পাশে ঘুমন্ত বৌ, হাতে জ্বলন্ত হেমেন্দ্রকুমার, মুখে মন-কেমন্ত কাঁলাকাদ। দ্যাট ইজ দ্য আল্টিমেট ফ্রন্টিয়ার।

No comments: