Sunday, October 11, 2015

খাপ

- এটা কীসের খাপ মশাই? চশমার?

- না। 

- তবে কী আছে এতে?

- খাপ।

- আই মিন, খাপের মধ্যে কী আছে?
- খাপ আছে। বড় খাপের মধ্যে; ছোট খাপ।
- সেই ছোট খাপের ভিতর?
- তস্য ছোট খাপ।
- তার ভিতর?
- তস্য তস্য। প্রোগ্রেসনে রয়েছে।
- এমন বিদঘুটে কেস কেন বলুন তো?
- আমার ছেলের নাম পঞ্চু যে।

No comments: