Wednesday, December 6, 2023

রোব্বারের কফি


যে ব্যাপারগুলোর ওপর রোব্বারের সকালের কফির স্বাদ নির্ভর করে।

১। বিস্কুটের বহর।
হাইকোয়ালিটি মুচমুচ বড্ড দরকারি। ঠিক যেমন দরকার স্ট্র‍্যান্ড রোডের ঠাসাঠাসি ভিড় পেরোনোর পর হাওড়া ব্রিজে উঠে মিনিবাসের হুসহাস স্পীড তোলা৷ পাশাপাশি জিভের দাঁড়িপাল্লায় দু'দিকেই সমান ওজন ফেলতে হবে; কিলোয় নয়, গ্রামে; সামান্য নোনতা, অল্প মিষ্টি।

২। মিউজিক সিস্টেমে বাজতে থাকা প্লেলিস্ট।
সমস্ত গান সুপরিচিত হওয়াটা জরুরী; মনের মধ্যে ছেলেবেলার ক্রেয়নে আঁকা যে মাটির ঘর, তার দাওয়ায় হেলান দিয়ে বসে যেন পলাতক আঙটি চাটুজ্জ্যের ভাই মনের সুখে সে'সব গান গুনগুন করে যেতে পারে।

৩। বিছানার চাদরের বাহার।
গুণীজন বলেছেন 'পর রুচি আড্ডা, আপ রুচি বিছানা'৷ সে প্রসঙ্গে বলি, শনিবার রাত্রে নিজের সবচেয়ে পেয়ারের চাদর পেতে লম্বা হওয়াটাই ধর্ম। কারণ রোব্বারের সকালের কফির কাপ-প্লেট ধারণ করবে সেই চাদরই৷ তুকতাকে বিশ্বাস নাই করতে পারেন,  কিন্তু রোববার সকালে নিজের প্রিয় চাদরে হাইক্লাস কফির কাপ নিয়ে এসে বসলে শুনেছি ম্যাজিক কার্পেটের হাবভাব বিছানায় সেঁধিয়ে যায়। সে এক অদ্ভুত মায়াজাল। মাইরি, ইয়ার্কি করছি না৷

No comments: