Sunday, December 31, 2023

পিছুডাকপয়া-অপয়া ঠিক ঠাহর করতে পারি না৷ তবে পিছুডাকের মত আদুরে ব্যাপার খুবই কম আছে৷ ভরা ব্যস্ততায় হুড়মুড়িয়ে এগিয়ে যাওয়ার সময় পিছু ডেকে থমকে দেওয়ার সোর্সগুলো যদ্দিন আছে, তদ্দিন ভেসে যাওয়ার ভয় নেই৷

শাস্ত্রে বলেছে যে পিছুডাক মজবুত হয় যদি তা'তে ইলিশের রেফারেন্স জুড়ে দেওয়া যায়৷ আর সে'টা যদি অসময়ের ইলিশ প্রসঙ্গে হয়, তা'হলে তো কথাই নেই।

এই যেমন ভরা ডিসেম্বরে বাড়ির দরজার বাইরে পা রাখার মুহূর্তে যদি শোনা যায়;
"সাবধানে যাস...আর শোন, আজ আর বাইরে হাবিজাবি খেয়ে ফিরিস না৷ রাতে ইলিশের ঝোল। কেমন? এ'বার আয়"।

অথবা
"এসো এ'বার..দেখেশুনে যেও৷ আর এই যে, শুনছো? এইয্যো! শোনো! ফেরার পথে ভালো দেখে বেগুন এনো তো৷ ইলিশের ঝোলে যাতা বেগুন দেওয়া চলে না"।

অথবা
"এই ব্যাটাচ্ছেলে রাস্কেল! রোক্কে৷ আরে অত হন্তদন্ত বেরিয়ে কোন অসাধ্য সাধন করবি রে? দু'দণ্ড বোস দেখি৷ দু'টো ভাত খেয়ে যা৷ ইলিশের ঝোলটা অলমোস্ট রেডি। অলমোস্ট"।

এ'টুকই৷ এ'টুকুতেই সমস্তটা।

No comments: