Wednesday, December 6, 2023

ফাইনালের পরে



(ক্রিকেট বিশ্বকাপ ২০২৩: ফাইনালের পরে লেখা)

**
কাল বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল। ধরেই নিয়েছিলাম; আনন্দধারা ভুবনে বইবে,  তা'তে গা না ভাসালে চলবে কেন?

কিন্তু৷ কপালে লেখা আছে ভেজা গামছা গায়ে ভ্যাপসা গরম সন্ধেবেলা ছাতে পায়চারি করে হদ্দ হব। অথচ ছক কষব আদ্দির পাঞ্জাবি পরে নিজেকে বাবু পেল্লায়কুমার ভেবে বাহারে গজল শুনতে শুনতে হাঁটুতে তাল দেওয়ার; তা' চলবে কেন?
 
আমার প্ল্যানের কান মুলে আনন্দধারা বাবাজী পা পিছলে আলুরদমত্ব লাভ করলেন৷ তারপর মচকানো ঠ্যাঙে চুন-হলুদ লাগিয়ে বিছানায় সেঁটে রইলেন, ভুবন অন্ধকার।

সে অন্ধকার সাফ হবে কী করে? আনন্দ-বিরিয়ানির ঝাড়বাতি প্ল্যান বাতিল।
এলো বিষাদ-বিরিয়ানির সন্ধাপ্রদীপ প্ল্যান।

তা'তেই মুক্তি, তা'তেই উত্তরণ।

মনে রাখবেন, বকুলতলা ক্রিকেট ম্যাচ হেরেছিল বটে, কিন্তু তাদের 'ম্যাচ তো জিতবই' ভেবে সেই যে ঢালাও রান্নাবান্না ও ফিস্টির আয়োজন; সে'সব যারা ব্যর্থ বলে, তারা আর যাই হোক ক্রিকেটপ্রেমী নন।

পুনশ্চ:

টীম বকুলতলা, টীম বেলতলার বা কোচ লায়ন রে'র নাম যারা শোনেননি, তাদের আর ক্রিকেট দেখে কাজ নেই; তারা বরং ইঞ্জিন অয়েল সম্বন্ধে পড়াশোন করুন গিয়ে।

No comments: