Sunday, December 10, 2023

চড়ুইভাতিবম্বেতে শীত নেই, তবে রোদ্দুর সামান্য নরম হয়েছে বটে। অথবা হয়তো মাসটা ডিসেম্বর বলে আমার কল্পনায় রোদ্দুরের তেজ অল্পবিস্তর কমে এসেছে।

গুণীজনেরা বলেছেন ডিসেম্বরের রোদ্দুর মাংসভাতের ওপর এসে পড়লেই সে'টা চড়ুইভাতি। দল বেঁধে 'পিকনিক স্পটে' গিয়ে উনুন ধরানো, ব্যাডমিন্টন খেলা আর যাবতীয় হইহই; ও'গুলো বাড়তি সাজসজ্জা মাত্র। সে অর্থে আজ দুপুরের খাওয়াদাওয়াটা একটা জবরদস্ত পিকনিকই ছিল বটে৷ জয় শীত৷

No comments: