Wednesday, December 6, 2023

বাহাত্তর নম্বর গড়িয়াহাট যুদ্ধ


- অ্যাই শোনো অভিরূপ, তোমার এই ক্যালাস অ্যাটিচিউড আমার আর সহ্য হচ্ছে না!

- কে মাথার দিব্যি দিয়ে বলেছে যে সহ্য করতে হবে?

- ভুল স্বীকার করার নাম নেই, শুধু গাজোয়ারি রাগ..।

- আমি? একা আমি রাগ করি মিতুল? তোমার রাগ নেই?

- আছে, আমার রাগ আছে৷ কিন্তু তোমার মত আনরিসনেবল আনকুথ বদমেজাজ নেই৷

-  আমি? আমি আনরিসেনবল? তোমার পিসেমশাই পর্যন্ত আমায় সে'দিন সুইট বয় বলে পিঠ চাপড়ে দিলে আর আজ তুমি কিনা..প্লীজ উইথড্র! এখুনি! নয়ত..।

- নয়ত কী? মাঝরাস্তায় নাচনকোঁদন করবে? শোনো, কাল থেকে বরং তুমি পিসেমশাইয়ের হাত ধরেই কলেজ স্কোয়্যারে বসে থেকো! এই প্রেম আমার আর পোষাচ্ছে না।

- না পোষালে সরে পড়ো দেখি! আমি কেয়ার করি না। প্রেমের চেয়ে সেল্ফ-এস্টিম অনেক ওপরে..।

- যাক বাবা৷ বাঁচা গেল।

- হ্যাঁ, এখন আমি ঝাড়া-হাত পা৷ প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো বড্ড প্রেশার। আমি এখন মুক্ত বিহঙ্গ! নদী আপন বেগে পাগল পারা..ইত্যাদি।

(আড়াই মিনিট পর)

-  মিতুল, আমাদের প্রেমটা আবার ভেঙে গ্যালো যে।

- লাভ কী? এতবার প্রেম ভাঙছে কিন্তু তা'তে বিয়েটা তো ভাঙছে না৷ 


- সেই তো। বিয়েটা যখন টিকে আছে, আমাদের প্রেমটাকে রিভাইভ করার চেষ্টা তো করতেই হবে। জনস্বার্থে আর কী, অন্তত তোমার পিসেমশাইয়ের জন্য। চলো বাবু, দু'জনে মিলে এ'বার সেন্টার ফর প্রেম রিভাইভালে ঢুলে পড়ি৷ 

- অগত্যা৷ আর তো কোনও উপায় নেই৷ নেহাত বাধ্য হয়েই..ওই তো..ওই যে..।

- ওই যে। সেন্টার ফর প্রেম রিভাইভাল৷

মিতুলের হাত ধরে দাস কেবিনের দিকে এগিয়ে গেলেন অভিরূপ।

No comments: