Wednesday, December 6, 2023

ফাইনালের আগে


(ক্রিকেট বিশ্বকাপ ২০২৩: ফাইনালের আগে লেখা। ইয়ে, বোধ হয় না লিখলেই ভালো হতো)

**

১। দেখুন, খেলায় হারজিত আছেই৷
(থেকে থেকেই শিউরে উঠছি কেন কে জানে, বম্বেতে শীত পড়েছে কি? হতে পারে)

২। বয়স তো কম হলো না৷ আমি ও'সব ফাইনাল-টাইনাল নিয়ে আলাদা করে নিয়ে টেনশন নিই না৷ চাপ নেওয়ার প্রয়োজন মনে করি না। 
("মুর্গির ঝোলে এত বাউন্স কম কেন" প্রশ্ন করে ফেলাটা স্রেফ ফ্রয়ডিয়ান ইয়ে বা তেমন কিছু হবে)

৩। অস্ট্রেলিয়া ভালো টীম৷ তবে আমি এ যুগের ইন্ডিয়ান টীমের ফ্যান, ওদের আমি ভয় পাবো? ফুঁহ্। হাসি পায় আজকাল এ'সব খেলো কথা শুনলে। 
(সকালের দিকে মুদীর দোকানের সামনে হলুদ জামা পরা এক ছোকরাকে দেখে কেন যে অমন মারাত্মক ডাউন আন্ডার বিষম খেলাম, সে'টা এখনও একটা মিস্ট্রি)

৪৷ আজ নিশ্চিন্ত মনে খেলা দেখতে বসছি৷ বায়াসড ফ্যান হিসেবে নয়, ক্রিকেট ভালোবাসা একজন মানুষ হিসেবে। মে দ্য বেস্ট টীম উইন৷ ক্রিকেট-ভক্ত হিসেবে এ'টুকুই চাওয়া। 
(সোফার ডান দিকের হাতলে অর্ধেক হেলান দিয়ে বসার কথা, রোহিতের ব্যাটিংয়ে সে ব্যাপারটা খুব হেল্প করে৷ সে'খানে খোকা বসে গুলতানি মারছিল। চ্যাংদোলা করে শিফট করিয়ে দিয়েছি৷ বাপের সঙ্গে চালিয়াতি করে লাভ নেই)।

No comments: