Wednesday, December 13, 2023

বম্বেতে শীতের খোঁজে

আমার বাবা একটা অদ্ভুত প্রজেক্ট নিজের কাঁধে তুলে নিয়েছে: "বম্বের শীতের খোঁজ"।

ভোরবেলা জানালার বাইরে মাথা গলিয়ে হাওয়া খাওয়ার চেষ্টা করছে আর বলছে, " হ্যাঁ রে, বুঝলি! বাতাসে মৃদু একটা ঠাণ্ডার ইয়ে আছে কিন্তু। সত্যি বলছি; এ'দিকে এসে দাঁড়া তা'হলে বুঝবি"।

মাঝেমধ্যে উঠে গিয়ে ফ্যানের রেগুলেটর পাঁচ থেকে চারে নামিয়ে বলছে, "একটু অপেক্ষা করে দ্যাখ৷ তেমন গরম লাগবে না কিন্তু৷ বলছি শোন্! আরে আফটার অল মাসটা তো ডিসেম্বর, নাকি"।

গতকাল সন্ধেবেলা মোটরসাইকেলে বসে হাওয়া খেতে খেতে বললো, "তুই যত যাই বলিস, একটু কনসেন্ট্রেট করলেই বুঝতে পারবি একটা ঠাণ্ডা গোছের বাতাস এসে গায়ে-মুখে লাগছে৷ ফোকাস কর, কর না৷ ঠিক বুঝতে পারবি। উইন্টার ইজ হিয়ার"।

No comments: