Tuesday, December 5, 2023

পুজোর আসা

পুজো আসছে অথচ ইএমআই-গুলো উড়ে যাচ্ছে না।

কাশফুল ফুটেছে অথচ বসের মেজাজ ঠাণ্ডা হচ্ছে না।

আই-আর-সি-টি-সি'র টিকিট কনফার্ম হচ্ছে অথচ সিটিসি বাড়ছে না।

ঢাকের আওয়াজ মনের মধ্যে শোনা যাচ্ছে অথচ অফিস-টাইমে ট্রেনে-বাসে ভীড় কমছে না।

মা, মা গো;
পরের এডিশনে শুধরে নিও।

No comments: