Sunday, December 31, 2023

জয় বাবা লাভেনস্টাইন



ছ'মাসে ন'মাসে, আচমকা কোনও ফাঁকে;
মিনিট কুড়ি সময় আমি "ইনভেস্ট" করি মিস্টার লাভেনস্টাইনের পেজে। এ'টা হচ্ছে মনের মেঝে সাফ করার সহজ প্রসেস৷

কার্টুনগুলো পড়তে পড়তে প্রথমে খানিকক্ষণ হ্যা হ্যা করি৷ এই স্টেজে হিউমরের ঝাড়ুতে মনের ধুলো বিদেয় হয়।
তারপর কিছুক্ষণ "যাচ্চলে" বলে খাবি খাওয়া৷ "আমায় খোঁটা দিচ্ছে না তো"র সন্দেহটা ভিজে ন্যাতার কাজ করে, মেঝে এ'বার চকচকে হয়ে ওঠে৷

এরপর পরিস্থিতি গিয়ে ঠেকে হাই-ইন্টেন্সিটি "ধুশ্লা"য়। স্যাডিস্ট লাভেনস্টাইন; খটখটে কথাগুলো অমন খটখটেভাবে বলতে আছে? তবে একরাশ বিরক্তি সত্ত্বেও খিকখিক থামে না৷ মনের মেঝে এ'বারে হাপিত্যেশের ডেটল ছড়িয়ে ডিসইনফেক্ট করার পালা৷

নিউটন, বুদ্ধ বা মোহনদাস গোছের একজন অন্তত বলে যেতেই পারতেন যে কারুর কিছুই হওয়ার নয়৷ আর কিছু হলেও কারুর কিস্যু এসে যায় না৷ এই হাহাকারে যে কী গভীর আত্মতৃপ্তি।
থ্যাঙ্কিউ মিস্টার লাভেনস্টাইন।

No comments: