Tuesday, December 5, 2023

পুজোয় দু'জন



মনের সুখে নিজেদের দু:খ ও দুশ্চিন্তার দুর্দান্ত ফর্দ করছিলাম দু'জনে বসে। 
"কিস্যু হচ্ছে না, কিস্যু হবে না" বলে দিব্যি হাহাকার চলছিল। বুকের মধ্যে ছ্যাঁত জেনারেট করা যাবতীয় সম্ভাবনার কথা একটানা আলোচনা করতে পারাটাই আমাদের এই বয়সের 'প্যাশন'।

এ বলে "অমুক আশা গোল্লায় যাবে"।
তো ও বলে "তমুক প্ল্যান ডকে উঠবে"।
এ ভাবে "ওই স্বপ্নটা জলে যাবে"।
তো ও ফুট কাটে; "এই হিসেবটা মাটি হবে"।

তবে সে আলোচনা যতই জমাটি হোক; বিরিয়ানিও একটানা গেলা যায় না৷ জলমুড়িরও দরকার পড়ে, রুটি-আলুভাজার জন্যও মাঝেমধ্যে মন কেমন হয়, আর কাতলা মাছের পাতলা ঝোল দেখলেও কখনওসখনও বুকের মধ্যে উথালপাতাল হয়৷ অতএব শুক্রবার সন্ধ্যের রোমহষর্ক হাহাকার সিরিজ সামান্য হোঁচট খেল "আজ মহাষষ্ঠী, ফুচকা খাওয়া দরকার"য়ের হাইভোল্টেজ স্পার্কে।

বেরোলাম।

প্রতিবার এ'সময়ে বাড়ি ফিরি, এ'বার ফেরা হচ্ছে না। কিন্তু প্রবাসের অচেনা মণ্ডপে ঢুকে উচ্ছ্বসিত কণ্ঠে "এগরোলের গন্ধ পাচ্ছিস ভাই? স্টলটা নির্ঘাৎ আশেপাশেই" শুনতে পাওয়াটাও এক ধরণের ঘরে ফেরাই বটে। 

ঘণ্টাখানেকের জন্য দু:খ আর তিতিবিরক্তির ফর্দ ঝাপসা হয়ে গেল৷ আর নিয়ম মাফিক দু'জনেরই দিব্যি মনে পড়ল ছোটবেলার কথা- আমাদের বাবা-মায়েরা সম্ভবত ঠাকুর দেখতে বেরোত না; ঠাকুর দেখাতে বেরোত৷

No comments: