Sunday, January 9, 2022

বিস্বাদ কাটাতে হলে

- নাহ্ বড়দা, জিভ সত্যিই গোল্লায় গেছে।

- সবকিছুই বিস্বাদ?

- বিরিয়ানিও ছাতুমাখার মত ঠেকছে যে।

- তা'হলে তো সত্যিই ক্রাইসিস ভাই।

- রীতিমতো৷ আর তার ওপর ঝমেলা হল খিদে বেড়ে গেছে৷

- পেট চাইছে, জিভ পাত্তা দিচ্ছে না৷ যাচ্চলে৷ 

- পাটা ব্যাটিং পিচ অথচ এগারোটা কোর্টনি ওয়ালশের ব্যাটিং লাইনআপ। বড়দা, কী করব বলো দেখি?

- বিরিয়ানির স্বাদ যখন ছাতুমাখার মত মনে হচ্ছে, তখন বিরিয়ানির কথা ভেবেভেবে ডাইরেক্ট ছাতুমাখা খাওয়াটাই বুদ্ধিমানের কাজ৷ অন্তত কস্ট আর এফর্ট অপ্টিমাইজ করা যাবে।

- রিভার্সগেম খেলব বলছ?

- ক্ষতি নেই তা'তে৷ 

- হুম। আর প্ল্যান বি?

- আলাদা আলাদা ঝোলভাতের দলা পাকিয়ে নিজেকেই নিজে ছেলেভুলিয়ে গেলানোর মত খাওয়া। কাকের ডিম। বকের ডিম৷ টিরেক্সের ডিম৷ কোরাপশনের ডিম৷ ভীতুর ডিম৷ ঘোড়ার ডিম। 

- প্ল্যান সি?

- হাইডোজ৷ কড়া ওষুধ৷ অব্যর্থ। 

- সে'টা কী?

- হেমন্তর প্লেলিস্ট৷ দুরন্ত ঘুর্ণি বা পালকির গান লেভেলের দুলকিওলা সুর চাই৷ ঢিমেতালের গানে যাস না৷ সে সুরে দুলে দুলে চিবিয়ে যা৷ সুর কান থেকে বুকে না গিয়ে ডাইরেক্ট জিভে আসবে৷ দিব্যি একট ইনঅর্গানিক স্বাদ পেয়ে যাবি। অমন সুর কানে নিয়ে মুখ ভেটকে খাবার চেবানো অসম্ভব। 

- একটা চেম্বার খুলে বসো বড়দা৷ তোমার হবে৷

No comments: