Sunday, January 9, 2022

কোয়ারেন্টিন



কোয়ারেন্টিন।

আশাঃ বিছানায় ফ্ল্যাট হয়ে অজস্র বই পড়ব।

হিসেবটা যা দাঁড়ালোঃ সাদা সিলিংয়ের গায়ের প্রতিটি দাগ মুখস্ত, সিলিং ফ্যান নিয়ে মনের মধ্যে খানসাতেক বেয়াল্লিশ থেকে তিপ্পান্ন হাজার শব্দের রচনা লেখা হয়ে গিয়েছে৷ 

আশাঃ গান শুনব৷ যত্ন করে বেছে নেওয়া, হাইক্লাস সব গান। মিউজিক ইজ নিউট্রিশাস ফর সোল৷ শরীর জিরিয়ে নেবে, কিন্তু ভালো গানটান শুনে মনের কসরৎ চলবে৷ 

হিসেবটা যা দাঁড়ালোঃ ঝাড়া তিনদিন একটানা 'হামারা বাজাজ' বিজ্ঞাপন ল্যুপে শুনে গেলাম৷ মাঝেমধ্যে ইন্টারলুড হিসেবে- বি আর চোপড়ার মহাভারতের টাইটেল সং।

আশাঃ মেডিটেট করতে হবে৷ এই সুযোগে মনকে লেভিটেট করিয়ে অন্য স্তরে নিয়ে যেতে হবে৷

হিসেবটা যা দাঁড়ালোঃ ঘণ্টায় অন্তত বত্রিশ দান কাটাকুটির ডুয়েল খেলছি- নিজের সঙ্গে৷ সাতানব্বই শতাংশ দানে ফলাফল হয়নি৷ ডাইং ফর্ম্যাট একেই বলে। (বাকি তিন শতাংশ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি)

আশাঃ হেলদি ঈটিং জরুরী৷ দিনে দু'বার কমপ্ল্যান খেতে হবে৷ প্রচুর শাকসবজি৷ বাটি বাটি স্যুপ৷ থালাভরা স্যালাড৷ ইত্যাদি।

হিসেবটা যা দাঁড়ালোঃ প্যাকেট প্যাকেট মুরুক্কু, বাট বাটি চানাচুর, মুঠোমুঠো মশলা বাদাম; খাটে বসেই উড়ে গেল। স্ন্যাকের প্যাকেট খোলার খসখসে শব্দে হেলথ রেজোলিউশন গেল ভেসে৷

আশাঃ একটা রোজনামচা লিখে রাখতে হবে৷ একা বসে কী কী আকাশকুসুম কল্পনা করছি, জরুরী ফ্লো অফ থটস, সুচিন্তিত সব মতামত; তবেই না কোয়ারেন্টিন ডায়েরি জ্বলজ্বল করবে৷ 

হিসেবটা যা দাঁড়ালোঃ গোবিন্দার ডায়লগ লিখে লিখে হাতের লেখা প্র‍্যাক্টিস করা হয়েছে৷ বলাই বাহুল্য, গোবিন্দা ম্যাজিক সত্ত্বেও হাতের লেখার কোয়ালিটি আরও ভয়াবহ হয়েছে৷

No comments: