Sunday, January 9, 2022

মিস্টার নগ্যুয়েনের নিভৃতবাস



- মিস্টার নগ্যুয়েন। কন্ট্রোল রুম থেকে বলছি৷ আপনি আমাদের কথা শুনতে পারছেন?

- পা..পারছি।

- কেমন বোধ করছেন?

- বাহান্ন বছর একা থাকা৷ বোধবুদ্ধি আর কিছু কি অবশিষ্ট আছে। ওই আছি একরকম। 

- আপনার শরীর?

- জ্বালাযন্ত্রণা নেই। 

- আপনার একাকিত্ব আমাদেরও যন্ত্রণা দেয় মিস্টার নগ্যুয়েন৷ কিন্তু আমরা নিরূপায়। 

- রাবিশ৷ যতসব বাজে কথা। একজন মানুষকে বিনাদোষে বন্দী করে রাখা হয়েছে এতগুলো বছর৷ এতবড় হিউম্যান রাইটস ভায়োলেশন..উফ!

- আপনি এই গ্রহের সম্পদ মিস্টার নগ্যুয়েন৷ সময় মত আপনাকে নিভৃতবাসে পাঠানো গেছে বলেই না সে'টা সম্ভব হয়েছে৷

- ভারী আমি সম্পদ রে৷  এই পেল্লায় একটা বাড়িতে বন্দী করে রেখেছে বাহান্ন বছর ধরে। সামনাসামনি একটা মানুষেরও মুখ দেখিনি এদ্দিনে৷ আরে বাবা রাজভোগ আর রাজ-ঐশ্বর্য একা একা কহাতক ভোগ করে ফুর্তি করা যায়৷ অমন সম্পদ হয়ে থাকতে আমার বয়েই গেছে৷ 

- মিস্টার নগ্যুয়েন৷ একটা দারুণ খবর আপনার জানা দরকার৷

- আমার বয়ে গেছে।

- আপনাকে শুনতেই হবে।

- কান চেপে তো বসে থাকতে পারব না৷ আপনারা তো ব্রেনওয়েভে কমিউনিকেট করেন৷ কাজেই শুনতেই হবে। বলুন।

- টিভি নিউজে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বছর তিনেক আগে, অর্থাৎ দু'হাজার একাত্তর সালে, ইতিহাসে প্রথমবার মানুষের সঙ্গে কোনও এলিয়েন প্রজাতী যোগাযোগ স্থাপন করেছে৷ 

- ওই সেই স্কেব্বক্সুওনা গ্রহ থেকে তো? হ্যাঁ, সে খবর আমি শুনেছি৷ তা ব্যাটাদের মতলবটা কী?

- সে'টা খোলসা করতেই বছর তিনেক লেগে গেল। ইন্টার গ্যালাকটিক ল্যাঙ্গুয়েজ বেরিয়ার সামাল দেওয়া তো চাট্টিখানি কথা নয়। অবশ্য, তারা প্রায় হোমো স্যাপিয়েন গোত্রেরই হওয়াতে ব্যাপারটায় খানিকটা সুবিধে হয়েছে।

- কী চায় তারা?

- আপনাকে দেখতে চায়৷ ব্যাস, সে'টুকুই৷ আমাদের এই কন্ট্রোলরুম থেকেই আপনাকে পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে৷ আগামী হপ্তাতেই তাদের ডেলিগেটরা এসে পৌঁছচ্ছে৷ 

- স্রেফ আমায় দেখতে?

- তবে আর বলছি কি মিস্টার নগ্যুয়েন৷ তাদের গ্রহতেও নাকি এমন কেউ আর নেই যার করোনা হয়নি৷ পৃথিবীর লোকজন যে বুদ্ধি করে এক করোনা-স্পর্শহীন কোনও মানুষকে এদ্দিন বাঁচিয়ে রাখতে পেরেছে, এ'টা জেনে তাঁরা চমৎকৃত।  এবং তাদের গ্রহের তাবড় সব কেউকেটারা ছুটে আসছে দূর থেকে একবার আপনাকে একটিবার দেখতে৷ খানিকটা তাদের তীর্থযাত্রা বলতে পারেন।

- যাচ্চলে। সেই গ্যালাক্সি পারের গ্রহতেও করোনা? এ ভাইরাস ও'দিকে পৌঁছল কি করে?

- ব্যাটারা নাকি চোরাগোপ্তা পৃথিবীতে আসছে শ'দেড়েক বছর ধরে৷ এর আগে ধরা দেয়নি। নেহাত আপনাকে দেখার লোভ সামলাতে পারলে না বলে সামনে এলে তারা৷ 

- সে কী! শ'দেড়েক ধরে আসছে এ'খানে?

- জেনে আমরাও তো থ মিস্টার নগ্যুয়েন। সে এলিয়েনরা প্রতি ডিসেম্বরে চুপিসারে নামে পৃথিবীতে। টু বি প্রিসাইস, বাংলায়। নলেন গুড় স্মাগল করে নিজেদের গ্রহে নিয়ে যেতে। আর সেই নলেনের লোভেই কোভিডের গুঁতো মুখবুজে সহ্য করেছে তারা৷

No comments: