Monday, January 3, 2022

পুরী শ্রেষ্ঠশ্রেষ্ঠ মর্নিংওয়াকঃ
পুরী রেলস্টেশনের প্ল্যাটফর্মে কাকভোরে নেমে; হেলতেদুলতে রিক্সা স্ট্যান্ডের দিকে হেঁটে যাওয়া৷ 

শ্রেষ্ঠ জিমঃ
সমুদ্রস্নান৷ 

শ্রেষ্ঠ সুরঃ
ফেরিওলার 'মদনমোহন' ডাকে।

শ্রেষ্ঠ নেশাঃ
ভাড়া করা প্লাস্টিকের চেয়ারে বসে, "বে অফ বেঙ্গল কী ম্যাসিভ রে ভাই" ভাবতে ভাবতে, শালপাতার দোনা থেকে তুলে; রসগোল্লার রসে মাখামাখি শিঙাড়া চেবানো৷ 

শ্রেষ্ঠ আসরঃ
ইয়ারফোনে কিশোরকুমার, কাগজে ঠোঙায় মাছ ভাজা, ঢেউয়ে ডোবানো গোড়ালি।  

শ্রেষ্ঠ বিছানাঃ
সৈকতে মাদুর৷ 

শ্রেষ্ঠ মুখশুদ্ধিঃ
ডিনার সেরে হাঁটতে বেরিয়ে..সমুদ্রের হাওয়া।

শ্রেষ্ঠ গুলঃ
কাল সানরাইজ দেখবই।

No comments: