Saturday, July 8, 2017

পুজো প্রস্তুতি আপডেট

পুজোবার্ষিকী আনন্দমেলার সবচেয়ে বড় অবদান; পুজোর বাজারকে টেনে হিঁচড়ে এগিয়ে আনা। লোকে নার্ভ ধরে রাখতে পারে না;
কাগজওলা পুজাবার্ষিকী দিচ্ছে, দর্জি প্যান্টের মাপ নেবে তো?
শাড়ির স্টক সাফ হয়ে যাবে না তো?

এই জুলাই মাসেই শনিবারের নিউমার্কেট বা গড়িয়াহাটের অক্সিজেন লেভেল কমে গেছে। পার্কিংয়ে ডাবল টাকা নেওয়া শুরু। রোলে পেঁয়াজ কমেছে। আগে অগস্ট সেপ্টেম্বরে এ'সব জায়গায় এসে স্রেফ পা মাড়ানো আর ঘামের গন্ধ হজম করতে হত, এখন জুলাই থেকে হাউমাউ শুরু হওয়ায় তার সঙ্গে জুড়েছে কাদার ছপছপ।

অবশ্য কাদাজলে বাঙালির বিশেষ আপত্তি নেই। দেড় ঘণ্টার বৃষ্টিতে কলেজ স্ট্রিট ডুবে গেল; উপচানো ড্রেন আর বৃষ্টির জল মিলে গোটা কলেজ স্ট্রীটই কলেজস্কোয়্যার। কিন্তু সে'টাই নাকি ক্যালক্যাটার রোম্যান্স, কবিতা-ইনভোকিংও বটে। আমরা মোবাইল ক্যামেরা বের করে রোম্যান্টিক-ফিল্টার লাগিয়ে নোংরা জলে আধ ডোবা মানুষের ছবি তুলে নস্টালজিয়াকে ছোট নস্ট্যাল বলে পোয়েটিক ফুর্তি করি।

উই আর অসাম।

No comments: