- নীল দানার মত যন্ত্রণা।
- নীল দানার মত?
- আজ্ঞে। স্পষ্ট দেখতে পেলাম। জ্বলজ্বল করছে নীল দানা।
- ঘুমোও।
- কিন্তু ওই নীল দানাটা?
- চকমকে নীল?
- চকমকে। তবে চোখ ধাঁধায় না। ফুঁড়ে দেয় না। মায়া আছে। নরম।
- তবে তো আচ্ছা মুশকিলে ফেললে দেখছি।
- মুশকিল?
- যন্ত্রণাটা বেদানার মত লাল দানায় দেখলে তাও হত। দিব্যি টিপ খুলে আয়নায় সেঁটে এসে তোমার সামনে বসতাম। তোমার স্বপ্ন থেকে বাড়ি ফিরে ফের কপালে লাগিয়ে নিলেই নিশ্চিন্দি। কিন্তু সিগারেট ঠুসে দেওয়া ফোস্কাটুকু ফেলে রেখে আসব কোথায়? আমার গয়নার বাক্সটাও যে আমার কাছে থাকে না!
Monday, July 3, 2017
নীল
Subscribe to:
Post Comments (Atom)
আশ্রয়
- এসেছো সমরদা? উফ, কদ্দিন পর দেখা বলো তো৷ অন্তত তিনমাস তো বটেই? - আরে অনন্ত৷ কদ্দিন পর তোমায় বাড়ি এলাম ভায়া৷ কদ্দিন পর। - বিধুক...


-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
- দত্তবাবু, কলকাতা বইমেলার স্টল সংখ্যা তিনশো চোদ্দ দশমিক এক পাঁচে আপনাকে স্বাগত জানাই। - স্টল নাম্বার কত? - তিনশো চোদ্দ দশমিক এক পাঁ...
-
ছাতের এক কোণে দাঁড়িয়ে ছিলেন অমলেশ। পাজামা, স্যান্ডো গেঞ্জি আর ডান হাতে আঙুলের ফাঁকে গোল্ডফ্লেক। শেষ ট্রাম যাওয়ার ঝমঝমে আওয়াজের পর্যন্ত অপে...

No comments:
Post a Comment