Sunday, March 1, 2020

অরওয়েলদা
- অরওয়েলদা!
- আহ্, জ্বালাসনে।
- ও অরওয়েলদা! 

- চুপ কর না ব্যাটাচ্ছেলে ইস্টুপিড।
- আরে বলই না, কী করছ?
- নোট নিচ্ছি।
- ভূতের আবার নোটের কী দরকার?
- এ দুনিয়া স্টাডি করে স্পষ্ট বুঝেছি যে বেঁচে থাকতে যা লিখেছি সে সমস্ত বড্ড হালকা হয়ে গেছে। এ'বার লিখব রিয়ালিস্টিক কিছু...ডার্ক কিছু একটা...তাই বর্তমান থেকে নোট নিচ্ছি...দয়া করে অকারণ ভ্যাজরভ্যাজর করে কনসেন্ট্রেশনের বারোটা বাজাস না।

No comments:

ধপাস

সাঁইসাঁই। সাঁইসাঁই। সাঁইসাঁই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। বহুক্ষণ পর আমার পড়া একটা প্রবল 'ধপ...