Sunday, March 1, 2020

অরওয়েলদা
- অরওয়েলদা!
- আহ্, জ্বালাসনে।
- ও অরওয়েলদা! 

- চুপ কর না ব্যাটাচ্ছেলে ইস্টুপিড।
- আরে বলই না, কী করছ?
- নোট নিচ্ছি।
- ভূতের আবার নোটের কী দরকার?
- এ দুনিয়া স্টাডি করে স্পষ্ট বুঝেছি যে বেঁচে থাকতে যা লিখেছি সে সমস্ত বড্ড হালকা হয়ে গেছে। এ'বার লিখব রিয়ালিস্টিক কিছু...ডার্ক কিছু একটা...তাই বর্তমান থেকে নোট নিচ্ছি...দয়া করে অকারণ ভ্যাজরভ্যাজর করে কনসেন্ট্রেশনের বারোটা বাজাস না।

No comments:

হাবুডুবু

- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবা...