Wednesday, March 30, 2016

কন্সটিটিউশনাল

- প্রাইম মিনিস্টার। 
- ইয়েস বাবু!
- ওয়েল ডান। 
- ইউ আর কাইন্ড অ্যাস ইউসুয়াল।
- উই উইল মিস্‌ ইউ। 
- জানি। আমিও মিস্‌ করব। তোমাদের। এই অফিসটা। এই টেবিল। রোজ সন্ধ্যাবেলা বিজেন্দরের  প্যান্ট্রি থেকে আসা পকোড়া। 
- এই অফিস,টেবিল,পকোড়ার বাইরেও আপনি অনেকটা জুড়ে ছিলেন প্রাইম মিনিস্টার। ইউ লেড আ কান্ট্রি। 
- আই হ্যাভ নেভার বিন আ লিডার। 
- দ্যাট্‌স হোয়াট হেল্প্‌ড ইউ টু লিড ওয়েল। 
- আহ্‌ বাবু! আই উইল মিস ইওর পিঠ চাপড়ানি।
-  নিন। পকোড়া চলে এসেছে। 
- বিজেন্দরের মত যদি পাংচুয়াল হতে পারতাম বাবু। 
- ইউ হ্যাভ নেভার বিন আবাউট সিস্টেম পিএম। হলে এ সাফল্য আসত না। 
- সাফল্য? হবে হয়তো। 
- সাফল্য নয়? দেশে মানুষ খুনের সংখ্যা কয়েক বছরের মধ্যে অর্ধেক হয়ে গেল। সে'টা সাফল্য নয়?
- আহ্‌! আচ্ছা!
- ল্যান্ডমাইন ব্লাস্ট। মানব বোমা। ছুরি। বন্দুক। গলায় ব্লেড। টুঁটি টিপে দেওয়া। প্রতি মিনিটে কতজন যে খুন হত...। ইউ চেঞ্জড ইট অল। ধর্মের জন্য খুন, ইডিয়লজির জন্য খুন, বদলার জন্য খুন, মজার জন্য খুন, খুনের জন্য খুন। আহ। যন্ত্রণা। আপদ চুকেছে। 
- কে ভেবেছিল বল বাবু যে ক্যানিবালিজ্‌মকে কন্সটিটিউশনাল করে দেওয়ায় দেশে খুনের সংখ্যা অর্ধেকেরও কম হয়ে যাবে। কে ভেবেছিল?
- দূরদর্শিতা আপনার ছিল পিএম। 
- খাওয়ার জন্যে খুন করতে পারলে অন্য গবেট খুনগুলো বন্ধ হবে। হাঞ্চ ছিল। তবে তা এমন ফলে যাবে ভাবতে পারিনি। 
- পকোড়া ঠাণ্ডা হয়ে যাবে স্যার। আজকেরটা বিজেন্দ্রর স্পেশ্যাল রেসিপি। ফেয়ারওয়েল পকোড়া।
- তা সে এলো না আজ পকোড়ার প্লেট হাতে?
- স্পেশ্যাল পকোড়া প্রাইমমিনিস্টার। মোস্ট স্পেশ্যাল। বিজেন্দ্র আর আসবে না। কাসুন্দি নেবেন?