Sunday, March 27, 2016

দুই অনু

অনু ১

- ছাদের গন্ধ। নাকে আছে শ্যামলবাবু?
- কার ছাদ?
- ছোটবেলার। আপনাদের খড়দার বাড়ি। 
- শ্যাওলা। নোনা ধরা ইট। জুঁই মেশানো। অল্প গঙ্গামাটি।
- ক্যাপচা মিলে গেছে। পরলোকে আপনাকে স্বাগত জানাই শ্যামলবাবু।

অনু ২

জানালাদের নাম দেওয়াটা ছিল তার অভ্যাস।

শোয়ার ঘরে মাথার কাছের জানালার নাম আরশি, পায়ের কাছের জানালাটা কমললতা।

পড়ার ঘরের একটাই জানালা; তার নাম বিধুশেখর।

বসবার ঘরের উত্তরের জানালার নাম নিতাই আর পশ্চিমে রয়েছে অমলকান্তি।

অন্যদিকে মিতার নাম পালটে জানালাবৌ করে নেওয়াটা তার সান্ধ্য অভ্যাস।

No comments:

হাবুডুবু

- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবা...