Friday, March 25, 2016

হাড্‌ল



১ নম্বর - মেঘলা। দু'চার ফোঁটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
২ নম্বর - রাইট ক্যাপ্টেন। 
৩ নম্বর - অতএব? খিচুড়ি?
১ নম্বর  - বেগুন আছে। বেগুনী হতেই পারে। 
৪ নম্বর - ডিমের স্টেটাস?
৫ নম্বর - তেরোটা আছে। 
১ নম্বর - মিটে গেলো। সবার জন্য একটা করে। ক্যাপ্টেনের জন্য ডাবল ডিম ভাজা।
৬ নম্বর - পেঁয়াজ নেই। পেঁয়াজ নেই। 
১ নম্বর - পেঁয়াজ কুঁচি ছাড়া মামলেট কী করে হবে? মামলেট না হলে কী  করে হবে? খিচুড়িকে স্রেফ বেগুনীর হাতে ছেড়ে দেওয়া সেফ্‌ হবে?
২ নম্বর - হবে না। হবে না। 
৭ নম্বর - তাহলে উপায়?
১ নম্বর - ফাঁপরে পড়া গেল। মেঘ ইগনোর করব?
৮ নম্বর - এই আকাশে দু'চার ফোঁটা না নেমে যায় কোথায়! হাওয়ায় আমেজ পাচ্ছ না? এ মেঘকে পাত্তা না দেওয়া মানে শারজায় দাঁড়িয়ে মিয়াঁদাদকে পাত্তা না দেওয়া।
৯ নম্বর - উপায় আছে।
১ নম্বর - উপায় আছে?
২ নম্বর - উপায় আছে? 
৯ নম্বর - আলবাত আছে। ডিম সেদ্ধ। সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে কষে মেখে। মামলেটের বাবা। 
১০ নম্বর -  হল না। হল না। জমল না। 
১ নম্বর - তোমার সবেতেই বাগরা। হবে না কেন? জমবে না কেন?
১০ নম্বর - বেসিক কেমিক্যাল ব্যালেন্সিংয়ের ব্যাপার। খিচুড়িতে মামলেট মেশে আর ফ্যানা ভাত-ঘিয়ে ডিম সেদ্ধ মাখা। বেসিকস। 
১ নম্বর - গেলো। আজ হরিমটর।
১১ নম্বর - আমি বলি কি! শুরুতে অল্প ঘি মাখা ফেনাভাত। সাথে ডিম মাখানো। শেষে খিচুড়ি বেগুনী। 
২ নম্বর - বেশ। 
১ নম্বর - বেশ। 
৩-১০ নম্বর - বেশ।
১ নম্বর - যাক। টিম হাড্‌লের সময় শেষ। বাবা নয় নম্বর। ফার্স্ট ওভার তোমার। ওভারপিচ ওভারে একটার বেশি দু'টো পড়লেই ডিম মাখা থেকে নাম কাটা। 
৯ নম্বর - আইডিয়া আমার, আর আমারই নাম কাটা? যাচ্চলে।
১ নম্বর - লেট্‌স গো। 
২-১১ -নম্বর - লেট্‌স গো।

No comments: